আমি জানি, আমি জানিনা কিছুই
আমি বুঝি, আমি বুঝিনা কিছুই তবুও
আমি পথের ধুলোয় পেতে দেবো
আমার সব ধরনের প্রেম,
যা কিছু অমূল্য আর অনিবার্য
তবুও দেখা দাও প্রাণময় আবারও...


সব ধরনের অহংকার ধুলো হোক
আমার সব সত্ত্বা উজাড় করে
যেহেতু আমি জানিনা আমি কে, আমি কী?
আমাকে চেনার শত চেষ্টার অবসরে
মাটিতে মিশে যাক আছে যত ক্রোধ
হিংসা, দ্বেষ মিথ্যা অহমিকা,
আমার একান্ত সাধ, খায়েশ আমার
আমি যেন ফকির হয়ে যাই
তোমার মহামায়া প্রেমে...


যে তুমি দৌড়ে আসো,
আমি তোমার দিকে এক পা এগোলে
আমার বেঁচে থাকার সর্বক্ষণ,
আমার সব নিঃশ্বাস তাঁর হোক
আমার প্রিয়তম, তোমাতে বিলীন
আমার সারা সকাল বিকেল সন্ধ্যা রাত...


হে মালিক মহাজন, হৃদি প্রেমময়
যেন বাদশাহী ছেড়ে ফকির আমি হই
যেহেতু আমি জানিনা আমি কোত্থেকে এসেছি
আবার আমি কোথায় চলে যাবো
শান শওকত যেন আমার না হয়,
আমি সব ছেড়ে তোমারই শুধু হই
শেষ নিঃশ্বাসে তোমার পরশ
যেন আমার তৃষ্ণার জল হয়...


আমি পথের ধুলোয় পেতে দেবো
আমার সব ধরনের প্রেম,
যা কিছু অমূল্য আর অনিবার্য
তবুও দেখা দাও প্রাণময় আবারও...


.........................................................


"সুখে কি দুঃখেও নেই
আমি স্বচ্ছও নই নোংরা কাদাও নই
পানি থেকে কিংবা পৃথিবী থেকে
আগুনও কিংবা বাতাসে আমার জন্ম হয়নি।
বুল্লেহ্‌, আমাকে আমি জানি না..."


---  সৈয়দ আবদুল্লাহ শাহ কাদরি (বুল্লেহ্‌ শাহ)