গতদিন কেঁদে কেঁদে, ডাক দেয় তার
হিয়ার মাঝে অফুট্‌ আগামীকালে, বলে
প্রিয়তি ওগো, মোর মায়ায় কামনার
কি খুঁজে পাও যে বিরহীনি হবে, ফেলে
একা? প্রেমসুঁরা পিঁয়ে আশেক্‌ প্রথমে
মাশুকের কোলে পড়ি ঢলে, কঁড়া ঘুমে
পরে জড়ায়ে পড়ি নিত্যদিন দেখার
তরে; এমন প্রেমের ইতি টেনে কেন,
কি ক'রে পাষাণী হয়ে দূরদেবী ওগো,
আমার প্রাণাগামীর ছেঁড়ো মনহার;
কহে আগামী, পরাণস্বামী আর কিবা
কই ত্বমে, ত্বমসি মম জন্মতি প্রীতি,
কালের নীতি কি ক'রে ভাঁঙি, রাত্রীদিবা
প্রেমিছে যেন্‌, সত্যি জেনো সে মম স্তুতি,
দূরে রই তবু সাথে রয় গত স্মৃতি...



১১/১২/১৯৯৫ সোমবার
পলাশবাড়ী, সাভার, ঢাকা