দীপান্বিতার হাতের মুঠোয়
একটা জড়সড় অসম্পূর্ণ কবিতা ---
"যদি কোনোদিন পথ খুঁজে পাই
তবে আবার দেখা হবে...
ভাবিত জীবনের আর
কতটুকুই বা শোধরায় বলো!
সে আশা মিথ্যে, দীপান্বিতা...
আমি পথেই আমার বাসা বেঁধে ফেলেছি...


আমি একটা পথের স্বপ্ন দেখেছিলাম
হতে পারে সেটা কোনো সুদূর ছায়াপথ,
যার কোনো সঠিক ঠিকানা আমার জানা নেই
পথের বাঁকে বাঁকে যেখানে কৃষ্ণ বিবর,
যেখানে হারিয়ে যাওয়া আছে
ফিরে আসার কোনো আশা নেই...
অথবা হারিয়ে যাওয়াই
কোথাও না কোথাও ফিরে আসা...


দীপান্বিতা, জানি আমার এ পথের
সাথী তুমি হবে না,
তবে তুমি ভেবে নিলেও
দেখো আমি নিখোঁজ হবো না...
আমাকে তুমি মাঝে মাঝেই পাবে
যখন দেখবে আকাশে
মন খারাপ করা মেঘের ট্রেন
জেনো তার একটু উপরেই আমি আছি...
স্মিত স্থির ও সুপ্রশান্ত...