আমার শতেক বারোয়ারী হাত
আর নির্বিকল্প আরও সহস্রাধিক চোখ
যেন গভীর গিরিখাতের মতন পাথুরে নির্জন
আমাকে টেনে হিচড়ে নিয়ে যায়,
গোলাপ আর কুল কাঁটার আংটায়
ছিঁড়ে খুঁড়ে খুবলে নিয়ে চলে
কৈকেয়ী বনের পেলব চোরাবালির বুকে
যেখানে কিলবিল করে বিষকুম্ভ সাপ,
প্যাঁচপেঁচে কামাক্ষী আর্দ্রতায়
কত কি প্রকারে আমাকে
শূন্যগর্ভ ক'রে, শিরায় উপশিরায় কায়ায় মায়ায়
কলঙ্কিত করা যাবে এরা জানে...
এ জেনেও যে আমি কিছুতেই নীলকন্ঠ হব না
কিছুতেই তাদের সরল অঙ্কে শায়িত হব না...


তবু আমাকে গিঁটেয় গিঁটেয় বাঁচাতে
পীনোন্নত অতিকাল্পনিক সাত-পাঁপড়ি নীলকাঞ্চন ফোটে
আসলে এ ফুল সান্নিধ্যের প্রগাঢ়তায়
সন্নিবেশিত পয়োমুক প্রটোকল...
প্রায়শই যে সব নিষিদ্ধ নিঁখোজ উদ্ধত সাপ
দেখা যেতো লোকারণ্যে
ঘাসের মধ্যে, ছাইয়ের মধ্যে
সেই নকশীকাঁথা সাপগুলো সহসা
মখমলি বরুনপাখা প্রজাপতি হয়ে উঠে
আমার ৯ কুঠুরি দিয়ে সেগুলো হাজারে হাজার ঢুকে প'ড়ে
কুঞ্চিত ভ্রু চিন্তিত ভাঁঁজপড়া ললাটে
সুতীক্ষ্ণ চিৎকারে সকল প্রেতাত্মাকে
১টি মাত্র ফ্রিকোয়েন্সিতে জাগিয়ে তোলে...


একটুখানি নিশ্বাস নেয়ার সামান্যতম ফুরসত চাই
এখানে জানালা নেই, জানালা নেই, জানালা নেই
অবাধ্য প্রজাপতি হেসে খেলে কেঁদে
সাঁতরে যায় অথবা ভেসে
কি জানি কোন এক অনাবিষ্কৃত মহাদেশ আছে এ ভান্ডে
কোন এক মধুজলের লোভ এগুলোকে
হাঁড় হাপিত্যেশ মার্তণ্ড মাতাল করে তোলে...


_______________________
১৯ জানুয়ারি ২০২১ মঙ্গল ০০ঃ৩৭
যশোর
বাংলাদেশ