যদি তুমি থাকো পড়ে বিছানায়
বুজবে তুমি জীবনের কি যন্ত্রণা ।
বয়সের ভারে, জীবনের গতি
আজ গিয়েছে তার থেমে।
কখনো কি ভেবেছো তুমি?
তার জীবনটা এমন হবে।
আজ এই হাসপাতাল,
কাল ঐ হাসপাতাল
যেতে হয় প্রতিনিয়ত তাকে নিয়ে।
তার জীবন কেটে যাচ্ছে বিছানাতে
পাশে থাকে না কেউ ,
পাশে বসে না কেউ, আর আগের মত।
ভয় হয় তার কাছের মানুষগুলোকে ডাকতে,
যদি রাগ করে বসে তার সাথে।
প্রিয়তমা,প্রিয়তম আসে না কাছে
যদি তার শরীর থেকে গন্ধ আসে।
আসে না কেউ , আর আগের মত
মন খুলে তার সাথে কথা বলতে।
দূর থেকে দাঁড়িয়ে দেখে
কাছে আসে না কেউ সহজে পাশে।
হঠাৎ করে আজ
জীবনের গতি তার গিয়েছে থেমে।
তুমি কি বুজবে?
একজন বিছানায় পড়ে থাকা মানুষ,
কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছে।
এই পৃথিবীতে যা কিছু ঘটে, হঠাৎ করেই ঘটে
এটাই বাস্তবতা
তোমাকে আমাকে তা মেনে নিতেই হবে।