কারবারি


ব্যবসা তোমার অতি প্রিয়
করো কারবারি,
সময় সুযোগ পেলে তুমি
করো বাটপারি।
রোজা, ঈদ, পূজা এলে
করো তুমি বাজার সিন্ডিকেট।
আনন্দ করো তখন তুমি,
মজা করো বেশ।
লেবাস ধরে বসে থাকো
শুনাও নীতি বাক্য
একি তোমার নীতি ও গো
একি তোমার কারবারি।
সহজ সরল মানুষ বুজে
দাও তুমি ধোকা।
জিনিসপত্রে দাম বাড়িয়ে দাও
মানুষ হয়ে যায় বোকা।
পেটের ক্ষুধায় জ্বলে ও গো
শরীর সারাবেলা।
বলতে তারা পারে না গো
মুখ বুজে সহ্য করে ।
বিচার দেয় নিরবে তারা
ওপর ওয়ালার কাছে।
মানুষ হয়ে মানুষকে যদি
ভালোবাসতে না পারো।
কিসের তোমার নামাজ, রোজা
কিসের তোমার পূজা।
এসব ছেড়ে ভালো হও
সময় এখনো আছে ।
নাইলে তুমি পরবে ধরা
একদিন
জনগণের হাতে ।