হায়রে বিধাতা!
এ কোন খেলা খেললি মোর সাথে ।
জন্মের পর চোখ মেলতেই দেখি
মোর ঠাঁই এই আস্তাকুড়ে ।
শুনেছি আমার মা ফেলে দিয়েছে
আমায় এই অকুস্থলে ।
তাঁরই বা দোষ কোথায় ?
কোন এক অন্ধকারে
পিশাচের এক দল নরখাদক,
কুরে কুরে খেয়েছিল আমার মাকে ।
তারপরই মায়ের গর্ভে
আমি দানা বেঁধেছিলাম ।
দশমাস গর্ভে ধারন করেছিল মা ,
কিন্তু পৃথিবীর মুখ দেখতেই
আমার অবস্থান এই আস্তাকুড়ে ।
কোন এক ভিখারির হাতে মানুষ হয়েছি,
কোনক্রমে যৌবনে এসে পড়েছি,
সাথে সাথে তৈরি হয়েছে
কিছু আশা, কিছু অনুভূতি ।
হঠাত্ তোমার উপস্থিতি
আমার অনুভূতিকে নাড়িয়ে দিল।
তোমার অযাচিত চাওয়া,
তোমার মুক্ত কন্ঠের হাসি,
আমায় উন্মাদ করে দিল ।
চাতক পাখির মত চেয়ে থাকি
তোমার অপেক্ষায় ।
আমার প্রতি
সমাজের এই অবহেলা
আমার কন্ঠ, মন রোধ করেছে ।
কানে শুধু ভেসে এসেছে
তুই অবহেলিত, তুই অবহেলিত  ।