মনে আছে কি তোমার সেদিনটার কথা
যে দিন তুমি শুরু করলে তোমার পথ চলা
সালটি ছিল ১৯১৪, তোমায় নিয়ে শুরু হল কত স্বপ্ন
বিজ্ঞান ছাত্রছাত্রীরা খুঁজে পেল তাদের নতুন ঠিকানা
অল্পদিনের মধ্যে বিজ্ঞানের পীঠস্থান হয়ে উঠলে যে
তবে তোমার পরিসরটা বেড়ে আজকের ঠিকানা হল
৯১ আপার সারকুলার রোড থেকে ৯২ এ পি সি রোড
সর্বনাশা বনধ তোমার দ্বার, পঠন-পাঠন রুদ্ধ করছে বটে  
কিছুতেই তোমার ভ্রুক্ষেপ নেই, তুমি রয়েছ তোমারই স্থানে
জগদিশ্চন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহা, সত্যেন বসের মত
নামকরা বিজ্ঞানীরা তোমারই ছায়ায় লালিত পালিত
তাঁরাই রেখে গেছে পৃথিবী খ্যাত বাঙালী বিজ্ঞানীদের আবিস্কার
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়ল তোমারই দানে
সকলেই আজ ধন্য সে যে, তোমায় ভুলিতে চায় না কেহ ।