চারিদিকে যেন রণ দামামা বেজে উঠেছে
কোন দল জিতবে, কোন দল হারবে
এই হিসাব নিকাশ চলছে অলিতে গলিতে
আবালবৃদ্ধবনিতা সকলের মন তাই কাঁপছে
সবাই তার সেরা দলটির দিকে তাকিয়ে
এবারের বিশ্বকাপ পারবে তো ছিনিয়ে আনতে
অনুশীলনে কসরত করছে খেলোয়াড়রা সকলে
কোচ ও যে থেমে নেই তাদের মনোবল বাড়াতে
হতে চলেছে যে ২০তম ফিফা ফুটবল বিশ্বকাপ
আয়োজক পাঁচ বারের চ্যাম্পিয়ান ব্রাজিলের ময়দানে
ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে বিশ্বকাপ ফুটবলে
ইতালি ও যে পিছিয়ে নেই জয়ী হয়েছে চারবার
পরেই রয়েছে পশ্চিম জার্মানি জয়ী হয়েছে তিনবার
উরুগুয়ে ও আর্জেন্টিনা প্রত্যেকে জয়ী হয়েছে দুবার
ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেন প্রত্যেকে যে একবার জয়ী
শূন্য হাতে ফিরতে হয়েছে অনেক ভালো ভালো দলকে
তাইতো তাঁরাও যে মুখিয়ে আছে তাঁদের সেরা দল নামাতে
ফুটবল বিশ্বকাপ নিয়ে আছে আরও অনেক অজানা তথ্য
জানা থাকলে বলতে হবে যে অকপটে সে সব কথা
উরুগুয়েতে শুরু হয়েছিল প্রথম বিশ্বকাপ ১৯৩০ খ্রীস্টাব্দে
সে বার জয়ী হয়েছিল আয়োজক উরুগুয়ে আর্জেন্টিনাকে হারিয়ে
১৯৪২ আর ১৯৪৬ এই দু-বছরে আছে যে বিশ্বকাপ ফুটবলের ছেদ
১৯টি বিশ্বকাপেই অংশ নিয়েছে একমাত্র এবারের আয়োজক দেশ ।


ড. অপূর্ব বিশ্বাস, গবেষক, রসায়ন বিভাগ, কলিকাতা বিশ্ববিদ্যালয়