বসে আছি কাঁঠাল তলায়
একান্ত নিবিড় মননিবেশে,
পাখিসব করছে কলরব
দুপুর দ্বিপ্রহরে;
ছাত্রছাত্রীরা করছে কোলাহল
ক্যান্টিনে বসে,
হঠাৎ পাশ দিয়ে উড়ে যায়
আমার নয়ন পাখি
বন্ধুদের সাথে,
গল্পে মশগুল সে যে
দেখেছে কি আজ আমায়!
মনে মনে ভাবি
ফিরবে কি সে আবার!
আজ যে করিব তাকে
নয়ন বন্দি।
ওই যে সামনে মেয়েটি খাতায়
পাতার উপর পাতা লিখে চলেছে
হোক না সে আমার অপরিচিতা
সেই যেন নয়ন পাখি রুপে
বসে আছে আমার সম্মুখে।
মনটা যেন হঠাৎ আনমনা হয়ে
পাখায় ভর দিয়ে উড়ে চলেছি
সুদূর আকাশে, দূর হতে দূরান্তে
মিলিয়ে যাব যে সকলের অন্তরালে।