দূরে নীল আকাশ, পাশে পাহাড়
বসে আছি আমি ঢালু উপতক্যায়,
মনের আনন্দে আছি তাকিয়ে
ওই নীল আকাশটির পানে।
হঠাৎ করে উঠল ভেসে
তোমার সেই ছবি খানি,
তুমি আছ তাকিয়ে মোর পানে
আলত ভাবে জড়িয়ে আছ ছোট্ট ছেলেটিকে,
কি মিস্টি মধূর চাহনি যে তোমার
বারে বারে দেখছি তোমার মিস্টি মুখ খানি,
পড়ছে মনে পুরানো সে সব দিনের কথা
কতই না হাসি আনন্দে কেটেছিল সকাল সন্ধ্যা।
তারপর কেটে গেল কত বৎসর
হল না দেখা তোমায় আমায়,
পুরানো সেই স্মৃতি মাঝে মাঝে দোলা দিয়ে যায়,
তাই্তো দেখছি এখনো তোমায়।


স্থান : সিওল শহর, দক্ষিণ কোরিয়া