তখন দক্ষিণা বাতাস আর পরন্ত বিকেলের সূর্যটা বড় বিদায়ের গান জুরে দিয়ে ছিলো।
আকাশের বুকে চেয়ে নিজেকে বড় অসহায় মনে হচ্ছিলো।
ভেবেছিলাম তুমি এসে আমার হাত ধরবে
আমার সকল হাহাকার আর বিরহের সুর মুছে দিয়ে
শেষ করবে বিসর্জনের কান্না।
কিন্তু কি আশ্চার্য!
শুধু সামনে তাকিয়েই যতো দ্রুত সম্ভব পেরিয়ে গেলে সীমানা।
আমি রইলা
পশ্চাতে রইলো তোমার স্মৃতি।