একদল নির্বোধ, কিন্তু সরল
অন্যদলও নির্বোধ, কিন্তু ধুরন্ধর!
সন্মানে- সম্পদে, ক্ষমতায়- সমতায়
সরলেরা ঠকে যায়, ঠকে যেতে হয়
নির্বুদ্ধিতায়,
আর ধুরন্ধরেরা পেয়ে যায়, ছিনিয়ে নেয়
কূট কৌশলে।
একদল মাথা ঠুকে কাঁদে, খুঁজে ফেরে
ভাগ্যবিধাতার নিরাকার আশ্রয়,
অন্যদল হাসে, অভাগাদের মন্ত্র শোনায়:
'ভাগ্যের লিখন, না যায় খণ্ডন'।
এভাবেই দুই বিপরীত স্রোতে
ভাগাভাগি হয়-
সম্পদ-সন্মান-ক্ষমতা, মা-মাটি-মানুষ
পাহাড়-নদী-জল, ফুল-ফসলের পৃথিবী।
সরলেরা রোমাঞ্চিত হয় তীব্র বাসনায়
এই বুঝি কোন এক রাজার কুমার
পঙ্খিরাজে এসে আমাদের সকল পাপাচার
একদিন
ধুয়ে মুছে সাফ করে দেবেন!
____________________
০৮/০৫/২০২৫