তোমাকে ক্রুশবিদ্ধ করেছিল
বরফের পাহাড় ঘেরা নিবিড় জঙ্গলে,
বেয়নেট খোঁচানো ছিন্নভিন্ন শরীর হতে
বলিভিয়ার আকাশে ঝরেছিল সবুজ বৃষ্টি!
অকর্ষিত সভ্যতার বনে অখণ্ড অবসর
উত্তর প্রজন্মের মগজে এক নতুন ঈশ্বর-
আর্নেস্তো চে' গুয়েভারা।


মৃত্যুকে তুমি অনন্য করেছো শিল্পের ছোঁয়ায়
গ্রানামায় ভেসে ভেসে সমুদ্রের নীল জলে
প্রলেতারিয়ার স্বপ্ন বুনেছিলে
বাতিস্তার ধ্বংসস্তূপে;
বিপ্লবী বাউল, শোষণের সীমান্তে যাযাবর,
দেশ-মহাদেশ-অরণ্য-পাহাড় ঠিকানা তোমার।
দেহের ধ্বংসস্তূপ হতে দাউ দাউ জ্বলে ওঠে
বিপ্লবের বহ্নিশিখা -
ভিয়েতনাম থেকে নিকারাগুয়া,
এশিয়া থেকে আফ্রিকায়;
মুক্তি পিয়াসী মানুষের ঝাঁঝালো মিছিল
যেন ভ্যাটিকান থেকে দলবেঁধে নেমে আসা
যাযকের দল ফিরে পেল যীশুর কঙ্কাল।


পৃথিবীর সবটুকু মাটি তোমার পূণ্য তীর্থভূমি,
জলপাই রঙের জামায় ছোপ ছোপ রক্তের দাগ
বিশ্ব-পুঁজিবাদের মরণ পতাকা;
এখনো আমাদের শানিত চেতনায়
মানে না পরাভব, এখনো তোমার
স্বপ্নের পৃথিবী জেগে আছে কিউবায়,
'কুড়িটি নতুন ভিয়েতনাম' সৃষ্টির চেতনায়
এখনো আমরা বাঁচি অগণিত মৃত্যুর প্রতীক্ষায়
বুকে বেঁধে এক শৈল্পিক মারণাস্ত্র -
চে' গুয়েভারা! বিপ্লবের কাঙ্ক্ষিত বিস্ময়।
----------------------------------- ০৯/১০/২০২৩