কখনও কখনও
জলেরও জলতেষ্টা হয়, জানো নাকি?
যখন বানের জলে ভেসে যায়
সর্বহারার নিরাপদ আশ্রয় শিবির,
নয়তো স্রোতস্বিনী নদীটির জল
সঙ্গমের দুর্বার আকাঙ্ক্ষায়
ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে সমুদ্র-মোহনায়,
অথবা মুরং মেয়েটির জমানো সব ব্যথা
যখন অশ্রু হয়ে মিশে যায় ঝর্নার জলে
বোবা পাহাড়ের বুকে তখন জলের তেষ্টা।


একদিন আমিও তোমার জলের গহীনে
আকণ্ঠ ডুবে যেতে যেতে
জলতেষ্টা পেয়েছিল খুব.......
অতপর জলকেলি শেষে তীরে উঠে দেখি
জলের অতলে এক পানকৌড়ির রক্তে
সুনীল জলরাশি এখন শুধুই তৃষ্ণার জল।


------০৩/০২/২০২৩-----