আমাদের একটা গাঁ ছিল
সেই গাঁয়ে আমাদের মা ছিলেন.....
মা আমাদের গল্প বলেন নি কোনদিন
তাঁর জীবনটা ই ছিল গল্পের মতো,
আমরা মায়ের কাছে জীবনের গল্প শুনে
একদিন কবিতার প্রতি আকৃষ্ট হলাম,
দেখলাম কবিতাও মায়ের মতো সরল
মায়ের মতোই সাবলীল আর প্রাঞ্জল,
শব্দ নয়, ছন্দ নয়, অনুপ্রাস নয়,
একদিন মা হয়ে গেলেন আমাদের কবিতা।
আমরা প্রতিদিন মা'কে আবৃত্তি করি,
স্কুলে, কলেজে, বিশ্ব বিদ্যালয়ে, উৎসবে
যেখানে যাই মা'য়ের কথা বলি
আমাদের কথাগুলো কবিতা হয়ে যায়,
সকল শ্রোতারা গভীর মুগ্ধ তায়
মায়ের কথা শোনে, হাততালি দেয়....
যেদিন মায়ের কথাগুলোর সুরারোপ করি
সেদিন মা হয়ে গেলেন আমাদের সঙ্গীত।
এরপর আমরা আর কবিতা পড়িনি
শুধু গান গেয়ে বড় হতে থাকলাম....


আমাদের গল্প, আমাদের কবিতা
আমাদের সঙ্গীত আর আমাদের মা
আমাদের বড় হওয়া দেখতে দেখতে
হঠাৎ একদিন কোথায় হারিয়ে গেল!
আমরা চিৎকার করে বলতে চাইলাম
মা, আমরা আর বড় হতে চাই না
তুমি আমাদের গল্প, কবিতা, সঙ্গীত
সবকিছু আগের মতো ফিরিয়ে দাও!
মায়ের ছবিটা আমার দিকে তাকিয়ে হাসে
তাঁর মায়াবী চোখের ভাষায় মৃদু উপেক্ষা,
আজও পড়তে পারি নৈসর্গিক ছন্দের
সেই অমর কবিতাখানি।