তোমার আকাশে একদিন
শ্রাবণের বর্ষা হবো বলে
কিছু কান্না এখনও জমিয়ে রেখেছি চোখে,
তোমার মেঘে ভেসে ভেসে একদিন
শরতের পূর্ণিমা হবো বলে
কিছু স্বপ্ন এখনও সাজিয়ে রেখেছি বুকে।


মৃত্যুকে জীবনের সুশীতল ছায়া ভেবে
প্রগাঢ় আলিঙ্গনে সমুদ্রে নেমেছি যত
ততই হারিয়েছি সুখের জলচর স্মৃতি;
তুমি কি শুধুই গাঙচিল পাখি?
মাছেদের জলের বাসরে উঁকি দিয়ে যাও,
না-কি পাতালের জল পরী?
সমুদ্র সঙ্গমে খেলে যাও মায়াবী খেলা।


তুমি সৃষ্টিতত্ত্ব আর আমি বিবর্তন
তাতে কী-বা এসে যায়?
মানুষেরা শুধু খাদ্য আর ভালোবাসা চায়;
মেঘেদের চিরকুট গুলো জমা রেখে
চৌচির মৃত্তিকায় এসো ফসলের পরাগ রেণু হই,
শরতের পূর্ণিমায় তপস্যা বিসর্জন দিয়ে
দোলন চাঁপার পাপড়ি তে এসো স্নিগ্ধ সরোবর হই।