আমার ষড়ঋতু থেকে এক মুঠো বরষা
তোমার জন্য তোলা ছিল
কাজল দিঘির জলে,
রাজহংসী মেয়ে, জলের অতলে খুঁজে নিও
অবারিত সুখের শামুক।


শরতের দু:খগুলো পুষে রেখো খুব সন্তর্পণে  
পড়শিদের হেমন্তের উঠোনে, ঝরা পাতায়;
আলস্যের ঘুম ভেঙে একদিন তুমিও
শিশির ভেজা ভোর হবে শীতের সূর্যোদয়ে।


এই বসন্তে হলুদ কৃষ্ণচূড়া গুঁজে নিও খোপায়
নীল জামদানি আঁচলে বেঁধে নিও জুঁই,
গ্রীষ্মের দাবদাহে পোড়াতে পোড়াতে
আর কতকাল জলাঞ্জলি দেবো প্রেম!
ঝর্ণা তলায় বসি এসো শুচি আসন পাতি
পূণ্য স্নানে তীর্থ হোক-আরাধ্য সংসার।


----------------------০২.০৯.২০২৩।