এ বৈশাখে নাইবা গেলাম মেলায়
না চড়িলাম খুশির নাগর দোলায়
না বাজালাম উতাল পাতাল বাঁশি
না কিনিলাম বাহারি রঙিন চুড়ি
না খাইলাম মন্ডা-মিঠাই-খাজা
না খাইলাম পান্তা-ইলিশ ভাজা
না কিনিলাম মাটির পুতুল রাশি
আবার যাবে কেনা হাতি ঘোড়া পাখি;
পৃথিবী সুস্থ হলে
ফের দেখা হবে আগামী বৈশাখে।


এ বৈশাখে প্রিয়ার কোমল হস্তে
না রাখিলাম হাত
এ বৈশাখে প্রিয়ার কোমল পরশে
নাইবা হোক প্রাত।
পৃথিবী সুস্থ হলে-
সুদ-আসলে দ্বিগুণ উসুল তুলে
আবার দেখা হবে কথা হবে প্রিয়
রমনার বটমূলে
অথবা নদীর কূলে
বটের ছায়ায়- আগামী বৈশাখে।


১০ এপ্রিল ২০২১
তেজগাঁও, ঢাকা।
(মাত্রাবৃত্ত)