আবার সুযোগ পেলে ভুলগুলো শুধরে নেবো,
আমি ডাঙ্গায় দাঁড়িয়ে থেকে তোমায় জলে নামাবো;
সাগরের তীর আমি নেবো
সুবিশাল সমুদ্র তোমাকে দেবো।
সাঁতারেও রাজি আছি
তোমাকে সম্মুখে রেখে পিছনেতে আমি রবো।


আবার সুযোগ পেলে ভুলগুলো শুধরে নেবো,
চাঁদের বুকেতে বাড়ি নয়
ছোট্ট কুঁড়ের ঘর বানাবো।
পারিজাত ফুল নয়
তোমাকে বেলীফুলের মালা দেবো।
শাপলার পাশে ফোটে থাকা
অখ্যাত চাঁদফুল তোমাকে বানাবো,
জাতীয় ফুল শাপলা আমি হবো।
আবার সুযোগ পেলে ভুলগুলো শুধরে নেবো।


১৮ আগস্ট ২০২১
শেরেবাংলা নগর, ঢাকা।
(মুক্তক অক্ষরবৃত্ত)