কোন অধিকা‌রে অ‌ভিমা‌নের দেওয়া‌লে লোনা ধ‌রে ছিল ভীষণ‌
‌শিশি‌রের ম‌তো বিন্দু বিন্দু রাগ জ‌মে অনুরাগ হ‌লো কখন
‌কি‌শের অ‌ভিমান, কি‌শের অধিকার ভালবা‌সি ব‌লোনি যখন।


চলার প্রয়োজনে নদীও বাঁক নেয় পাল্টায় স্রোতের ধারা
যুগ যুগ সাধ‌নায় গ‌ড়ে তোলা কূল ভাঙ্গ‌তে হয় পাগল পাড়া।


হায় ‌কোন খেয়া‌লে স্বপ্নের মগডা‌লে অবিরত ক‌রো বিচরণ
বোকা ভা‌বুক ব‌সে ব‌সে ভা‌বে সতত, বু‌ঝেনা ম‌নের ব্যাকরণ
র‌ঙের অত‌লে রং হারায়, জীব‌নের বাঁকে বাঁকে হারায় জীবন।


সোজা মন অ‌তশত বু‌ঝেনা সে অধিকারের রী‌তিনী‌তি ধারা
সালিশ মা‌নে সে- তাল গাছ তাহার; বাঁচে না তোমায় ছাড়া।