শরৎ এলো- নীল আকাশে
সাদা মেঘের ভেলা
কাশের বনে ফুল ফুটিল
একলা কাটে বেলা।


তুলোর মতো মেঘগুলো সব
ভেসে বেড়ায় দূরে
হাজার স্বপন বুকে চেপে
মরি আমি ঘোরে।


নদীর জলে মেঘের ছায়া
লুকোচুরি খেলা
শরৎ যেন সাদার মায়া
শুভ্র কাশের মেলা।


এমন দিনে একলা একা
কেমনে থাকি সই
মেঘে মেঘে ভেসে বেড়াই
আমি আমার নই।


২২ আগস্ট, ২০২০
তেজগাঁও, ঢাকা-১২১৫।
(স্বরবৃত্ত)