কেমন করে বলাকা উড়ে ওই সুদূর আকাশে
মেঘের দেশ জমিয়ে পাড়ি মিশে নির্মল বাতাসে।
বিলের পর তটিনী সব ফেলে ডানার অতলে
দেশের পর নগর পড়ে থাকে সুন্দর ভূ-তলে।
সাঁঝের বেলা আপন নীড়ে চলে ফেরার ব্যস্ততা
যাপিত হয় সময় রাতি ভর হৃদয়ে হৃদ্যতা।
নিশিথে প্রেম আলাপ চলে চুপি ডানায় ডানায়
নতুন ভোর স্বপন দেখে হাসে সোনালী আভায়।
প্রভাত হতে না হতে সারি বেঁধে উড়ে যে সুদূর
জলের মাঠ পেরিয়ে যায় নদী, কখনো পুকুর।
সফেদ ডানা ঝাপটা দিয়ে ক্ষিপ্র গতিতে আগায়
জীর্ণতা ভরা অতীত ফেলে বসে জুতসই জাগায়।


৫ জুলাই ২০২১
তেজগাঁও, ঢাকা-১২১৫