যে সুর আমার হারিয়ে গেছে
সে সুর আমি কোথায় পাবো বলো?
রোজ নিশীথে সুর বেহাগে
খুঁজে আমার আঁখি টলোমলো।


যে গান আমার হারিয়ে গেছে
সে গান আমি কোথায় পাবো বলো?
‌মায়ার নদী শুকিয়ে আজো-
শব্দ শুনি জলের কলোকলো।


বকুল মালা শুকিয়ে গেলে
ঘ্রান রয়ে যায় তবু
সেই তুমিতো চলে গেলে-
স্মৃতি ঝলোমলো।


সাঁঝের বেলা ফোটে শিউলি
ভোর বেলাতে ধুলোয়
সুবাস ছেড়ে ফুলগুলো সব
হয়যে ঢুলোঢুলো।


হারিয়ে যাওয়া বাহার কি আর
ফিরে আসে কভু
বিষাদ গীতি গেয়ে তুমি
যতই দুঃখ তুলো।


যে গান আমার হারিয়ে গেছে
সে গান আমি কোথায় পাবো বলো?
নিত বিহানে ফুলবদনে
চেয়ে আমার আঁখি ছলোছলো।


৩ ডিসেম্বর, ২০২০
ঘোড়াদিয়া, নরসিংদী।
(স্বরবৃত্ত)