নদীর তীর ভরা ধানক্ষেত
ঘাটে বাঁধা ডিঙ্গি নৌকা
নদীর ধারে কাঁশবন
রোদে নেয়ে ক্লান্ত কৃষক
দূরের গাঁও গেরাম
ঐ নীল দিগন্ত
জলে ভাসা হংসপাল
কচি ধানে স্বপ্ন দোলে
সোনালী ধানের মিষ্টি হাসি
হাঁটুজলে নিটোল পানি
বেছে নিয়ে শুধু একটি ক্যাপশন নয়;
সব গুলি ক্যাপশন আামি তোমায় দিতে চাই
হে, আমার রুপসী বাংলা।