কতকাল ঘুমাই না প্রিয়
হৃদয় অবিরল জেগে আছে অতন্দ্র প্রহরায়-
তুমি আসবে বলে।


রাত জাগা চোখ নির্নিমেষ দৃষ্টি মেলে
অপলক তাকিয়ে আছে-
যদি তুমি এসে যাও চলে।


ভেবে ভেবে আন্দোলিত হই
আপাদমস্তক বিচ্ছুরিত হয় উষ্ণ রক্তের পরিস্রাবণ
মাটি সরে সরে যায় পায়ের তলে।


তৃষাতুর হৃদয় তপ্ত মরুর বুকে
ছুটছে দিক বিদিক হারাচ্ছে দিকের সীমানা-
জল ভ্রমের ছলে।


তবু্ও চিত্ত এক উন্মত্ত নেশায় মত্ত
খুঁজছে পথের দিশা, এগিয়ে যাচ্ছে
সতত অগাধ মনোবলে।


এই বিরহ যামিনীর কবে হবে শেষ
কাটবে কতকাল
মিথ্যে কুহকের তলে।


প্রিয় মনে যদি থাকে ছল
যদি তুমি না আসো- তবে কেন জড়ালে
অসীম মায়ার জালে।


তুমি আসবে বলে-
বকুল বীথী ঝরে সাজিয়েছে রথ
কৃষ্ণচূড়া সেজেছে ডালে ডালে।


ফাগুন বায় লেগেছে গায়
সেজেছে কুঞ্জ ফুলে ফুলে, কুহুতানে সরব কোকিল
শিস দিয়ে দোয়েল দোলে।


-------------------------------------------
৮ ফেব্রুয়ারি, ২০২০
ডিসিসি, নাখালপাড়া
তেজগাঁও, ঢাকা-১২১৫