রাত বাড়ে শীত বাড়ে ধেয়ে আসে কুয়াশা
মাথা খুঁজে পাবে ছাদ ভাবনাটা ধোঁয়াশা,
হিম বুড়ি চুপি-চুপি পড়ে শ্বেত চাদর
খোলা ব্যোম চুমে যেন করে যায় আদর।
কারো ভরা লেপ-কাঁথা কারো নেই কাপড়
মাঘশীতে বাঘ কাঁপে মানে নাতো ফাপর,
নিশি হলে কারো ঘরে ওমে উঠে ফুলকি
কারো ঘরে হিম বায়ু খেলে যায় দুলকি।
ফুটপাতে ঘুম নামে সাত গাঁও ভেঙ্গে
থরো-থরো কাঁপে তনু নেই কিছু অঙ্গে,
লোমকূপ মাথা তুলে যায় সব দাড়িয়ে
বুলি আছে কাজে নেই- কেবা হাত বাড়িয়ে?
মানবতা আজ শুধু কাগজের পাতায়
ভালোবাসা আঁকা আছে বড়সড় খাতায়।


©অপু সুলতান
২৫ জানুয়ারি ২০২১
তেজগাঁও, ঢাকা-১২১৫।
(মাত্রাবৃত্ত ৪+৪+৪+৩)