যেখানে মৃত্যু অবিরত এসে উৎপেতে থাকে
সেখানে আমরা প্রাসাদ বেঁধেছি কোন মহাসুখে?
কতটা অবোধ, বোকা-অজ্ঞান হলে
খালি হাতে যাই লাশের মিছিলে।


পিতামহ গেলো প্রপিতামহও তো হয়েছে বিদায়
জননী এ পথে জনকও তো যাবে পাবেনা রেহাই
তুমি দিবে সারা, আমারও সময় হলে
বাতাস থামবে দমের এ কলে।


হাজারে হাজার লাখ কোটি কত গিয়েছে এ পথে
বেশুমার জাতি পায়নি উপায় বাঁচে কোনমতে,
কত বিজ্ঞানী মহাজ্ঞানী-গুনী এসে গেলো চলে
কেউ চিরজীবী হবার রাস্তা যায়নি বাতলে।


কূপমণ্ডূক অদূরদর্শী আছো কোন ধ্যানে
চর্মচক্ষে না দেখলে দেখো হৃদয় নয়নে;
প্রজন্ম থেকে প্রজন্ম গেছে চলে
তারা কি ফিরেছে কোনো কৌশলে?


ফিরেনি কখনো ফিরবে না আর অনাদি যাত্রা
মাটি হয়ে যাও- ষষ্ঠরিপুরে দাওগো মাত্রা;
এই ধরনীর মোহ মায়া যাও ভুলে-
ইবাদতে নত হও হৃদ খুলে।


০২ মে, ২০২১
তেজগাঁও, ঢাকা- ১২১৫।
(মাত্রাবৃত্ত)