কৃষ্ণ করলে লীলা খেলা
আমি করলে দোষ,
সকল দোষ আমার ঘাড়ে
আমি নন্দ ঘোষ।


নির্ধারকরাই নীতি বানায়
মানে না তার এক চুল,
সাধারণরা না মানলে
হয়ে যায় তা মস্তভুল।


রাজায় রাজায় যুদ্ধ বাঁধে
উলুখগড়ার প্রাণ নাশ,
কত প্রজার জান গেলো
লিখলো না কেউ ইতিহাস।


ইতিহাসের সোনার হরফ
সাধারণের জন্য নয়,
সাধারণরা সারা জীবন  
যাতাকলে পড়ে রয়।
_____________________
১১ মার্চ, ২০২০
শেরে বাংলা নগর,
আগারগাঁও, ঢাকা-১২০৭।