এখনো তুমি স্বপ্নের মাঝে আমার
ঘরে আস যাও
এ যেন শুধু স্বপ্ন নয় স্বপ্নের মাঝে
স্বপ্ন হয়ে যাও।


আমি বিস্ময়ে ফিরে চাই তোমার দিকে
একটা বাঁধার প্রাচীর সবাক
কষ্ট নাকি সুখ পাই তোমায় দেখে
জানিনা– আমি হই নির্বাক।


দেখেও তোমায় দেখিনা কুয়াশার আড়ালে তুমি
ঝাপসা নাকি অন্ধকার আলো আঁধারের ছায়া তুমি
বুঝেও তোমায় বুঝিনা কত রঙ্গে রাঙ্গা তুমি
হাজার রহস্যের দুর্বোধ মায়াজালে ঘেরা তুমি।


স্বপ্নের মাঝে আমার স্বপ্নের চারপাশে
তোমার আনাগোনা
তুমি এক দুর্বোধ্যের মহাপ্রাচীর
কী আছে আমার কাছে, আর কী চাও জানিনা
এখন আমার অবশেষ আঁখি নীর।


ঘুম শেষে স্বপ্ন ভেঙ্গে যায় – ফিরি বাস্তবতায়
আর তুমি ভাবনার আড়ালে ভাবনা হয়ে যাও,
তোমায় খুঁজে পাই শেষ সুদূর নীলে পাখির ডানায়
তবে কেন তুমি আমার স্বপ্নের মাঝে আস যাও।


তাই বলি –
তুমি আমার শুধু স্বপ্ন নও
স্বপ্নের মাঝে স্বপ্ন হয়ে যাও ।