নাগরিক ব্যস্ততায়
তোমার হৃদয়ের কোণায়
আজ আর আমি নাই।
চেয়ে দেখি অতীত পানে
কবিতা আর গানে,
আকাশ থেকে মেঘ ডেকে
রংধনুর রং এনে -
হৃদয় আঁকে সেই
ছবি তুলির টানে।
ভাবনার সকল কথায়
কথার সব শব্দের মাঝে
শব্দের প্রতিটি বর্নমালায়
তোমাকে খুঁজে পাই।
হৃদয়ের স্পন্দনে,
প্রতিটি শিরা -উপশিরায়
রক্তের প্রতিটি অণুকণায়
বেলীর শুভ্রতায়,
রজনীগন্ধার মিষ্টি ঘ্রাণে
গোলাপের পেলবতায়
তোমাকে খুঁজে পাই।
লজ্জাবতীর অভিমানে
গোধূলির লগনে
সন্ধ্যার সমীরণে
পূর্ণ চন্দ্রের আলোক ছটায়
তোমাকে খুঁজে পাই।