মাঝে মাঝে মনে হয় আমার কৈশোর আর
যৌবনের বিনিময়ে যদি তোমাকে পেতাম-
সাতপাঁচ না ভেবে তোমায় সেসব বিলিয়ে দিয়ে
এ আমি বৃদ্ধ হয়ে যেতাম।
যদি আমার অর্জিত জ্ঞান-বুদ্ধি-বিদ্যা দিয়ে
তোমায় পেতাম-
তোমাকে সব বিলিয়ে দিয়ে এ আমি নিরেট মূর্খ
হয়ে যেতাম অবলীলায়।
যদি জীবনের সব সুকুমার দিয়ে
এ তোমাকে পাওয়া যেতো-
তবে সেসব বিলিয়ে দিয়ে
আমি বন্যই হতাম নির্দ্বিধায়।
যদি আমার এসব স্থাবর অস্থাবর সম্পত্তি
দিয়ে তোমায় পেতাম-
তবে আমি তা বিলিয়ে দিয়ে নিঃস্ব হতাম মুহুর্তে।
যদি জানা সব শব্দ দিয়ে এ তোমাকে পাওয়া যেতো
তবে বুকের ভিতর রক্ষিত ভাষার অভিধান
তোমাকে দিয়ে নির্বাক হয়ে যেতাম নির্ভাবনায়।
যদি এমনটা হতো আমার শ্রবণশক্তি দিয়ে
তোমাকে পেতাম তবে আমি তা বিলিয়ে দিয়ে
বধির হয়ে যেতাম খুব সহজেই।
যদি হার্টের ডাক্তার এসে বলতেন-
তুমি তোমার হৃদপিণ্ড দাও
আমি তোমার প্রিয়তমাকে এনে দিবো,
কালক্ষেপণ না করে নিমিষেই বুক ছিঁড়ে
ডাক্তারের হাতে রক্তমাখা হৃদপিণ্ড দিয়ে বলতাম-
কোথায় আমার প্রিয়তমা?


২৯ মে ২০২১
তেজগাঁও, ঢাকা।
(মক্তক অক্ষরবৃত্ত)