আমারও ইচ্ছে হয়
কারো হাতে হাত রেখে
মেঠো পথ ধরে হাঁটতে।
মনের না বলা কথা গুলো
গল্পের ছলে ইনিয়ে বিনিয়ে বলতে।


আমারও মন চাই
কেউ এসে বলুক!
আকাশি রঙের পাঞ্জাবীটা
আপনার গায়ে বেশ মানিয়েছে।
দেখেতে ভালই লাগছে।


আমারও মন বলে
কেউ এসে বলুক।
বাংলা কবিতা ডট কমে
আপনার লেখা রিতার প্রেম কাব্য উপক্ষানটা
আমার খুব ভালো লেগেছে।


মন চাই কেউ এসে বলুক
গোঁফ রেখে আপনাকে দারুণ লাগছে।
ব্যক্তিত্ব হচ্ছে একজনের মানসিক প্রক্রিয়া
আচরণের  এক স্বতন্ত্র ধরন।
যা কেবল আপনার মধ্যেই বিদ্যমান।
অন্যদের থেকে যা আপনাকে  আলাদা করে।
গোঁফ রেখে তা আজ পূর্ণতা পেয়েছে।


মন চাই কেউ আমাকে পড়ুক,দেখুক।
আমার ভেতর, আমার বাহিরটাকে।
বুঝুক আমার আবেগ অনুভূতিকে।
জানুক;
এই আমি কাকে আমার মন মন্দিরে
সকাল সাজে পূঁজা করি।