যদি কেউ মোরে প্রশ্ন করে
কি পেলে পৃথিবীতে
বলবো আমি নিতে আসিনি
এসেছি শুধুই দিতে।
সৃষ্টির সেরা জীব যে মোরা
এসেছি ভবের তরে
আপনারে মন আপনি বিলাও
আছে যা উজাড় করে।
মরেও মানুষ হয় সে অমর
বেঁচে রয় সব প্রাণে
ধনেও নয় মানেও নয়
আপন র্কম গুনে।
জন্ম নিলাম ধরায়ে এলাম
এইতো পরম পাওয়া
নুতন কি আর থাকতে পারে
বলনা বন্ধু চাওয়া।
দিকে দিকে সব জ্বালাও আলো
আপন প্রদীপ হতে
নোঙর ছাড়ো যাত্রা করো
মহা-মানবের পথে।