তুমি যখন সামনে এসে দাঁড়াও
সব কিছু এলোমেলো হয়ে যায়,
তোলপাড় করে বুকের মাঝে।
হৃদ-পিন্ডের বিট বেড়ে যায় ।
পৃথিবীকে বড় সুন্দর লাগে
মনেতে শত সাধ স্বপ্ন জাগে ।


তুমি যখন সামনে এসে দাঁড়াও
ভুলে যায় নিজেকে,
ভুলে যায় কোন এক ব্যথাহত
অতীত স্মতিকে ।
মন সমুদ্র সাগরে জোয়ার ওঠে,
ঝর্ণার ঝলধারা আপন মনে
পাহাড় সাগর বেয়ে নদী পানে ছোটে ।


তুমি যখন সামনে এসে দাঁড়াও
শত কবিতার উপমা মনের মাঝে
করে যায় ভীড় ।
তাইতো বাকহীন অপলক নয়নে
চেয়ে রয় নিরবধীর ।


তুমি যখন সামনে এসে দাঁড়াও
অদূর দিগন্তে তারকারাজী
আপন রূপে সাজে ।
হৃদয়ের ছেড়া তানপুরা-টা
আবার নতুন করে বাজে।