মন উতলা হয়
তোকে পাবার বাসনায়
তবু বন্ধু বকের
কথা মুখে আনা দায়।
ইচ্ছে করে
তোরে ডাকি
জোড়া শালিক
হয়ে থাকি।
শিউলী ফোঁটা
পায়রা ডাকা
সুখের আঙ্গিনায়।
মন উতলা হয়
তোকে পাবার বাসনায়


রিনি-ঝিনি বাতাসে
সুরে কথা কব
ফাগুনের জ্যোৎস্নায়
মধুরাত হব।
মনের মাধুরী দিয়ে
মন সাজাবো।।


বুকভরা বাসনার
স্নিগ্ধতা দিয়ে
শুকতারা সন্ধ্যার
অনুরাগ নিয়ে।
গোঁধুলীর আবির মেখে
টিপ পড়াবো।।


রিম-ঝিম বৃষ্টিতে
ভিজিয়ে দেব
স্বপ্নের রাত মেখে
জড়িয়ে নেব।
পাখি ডাকা ভোরে
ঘুম ভাঙ্গাবো।।


সাগরের ঢেউ-এ চেপে
ভাসবো তরী
অনাবিল সুখ দেশে
জমাবো পাড়ি।
কামনার জ্বর গায়ে
হাত বুলাবো।।