প্রাপ্য সোনা চাঁদের কণা
এলোরে কোল জুড়ে
এমন ছেলে আর পাবেনা
খুঁজলে ভুবণ ঘুরে।


কাঁন্না কাটির নেইকো বালাই
একাই খেলা খেলে
সোহাগ করে ডাকলে তারে
খুশিতে পাখা মেলে।


লাগলে ক্ষুধা কেমন যেন
হাতের আঙ্গুল চোষে
খাওয়া শেষে শান্ত ছেলে
যায় সে ঘুমের দেশে।


ছোট্ট একটা মুখ খানি তার
প্রাণ ভোলানো হাঁসি
আদর করে মন ভরেনা
শুধুই ভালবাসি।


টিয়ার মত চোখ দুটিতে
আকুল চেয়ে রয়
স্নেহের নদী উছলে উঠে
এতই মায়া ময়।