মিথ্যে কিছু স্বপন দিলি
আমার দু-চোখ ভরে
বুকের মাঝে দুঃখ দিয়ে
গেলি অনেক দূরে।
মায়ারে মায়ারে মায়ারে
তোর লাগিয়া পরাণ আমার
কেঁদে কেঁদে মরে।


চলতি পথে হঠাৎ করে
আতকে উঠে থামি
জীবন বলে আমায় এসে
ডাকলে বুঝি তুমি
আফছা আলোর মাঝে এ-মন
তোরে খুজে ফেরে।


আশা ছিল তোরে নিয়ে
বাঁধবো সুখে ঘর
সে গুড়েতে বালি দিয়ে
করলে আমায় পর
তোরে ছাড়া বলনা এখন
থাকি কেমন কর।