আজ কতদিন হয়নারে
ডাকা মা বলিয়া
মা বিনে শূণ্য হৃদয়
যায়রে জ্বলিয়া-আমার
তারার দেশে চইলারে গেলা
আমায় ফালাইয়া


আকাশ পানে চাইয়ারে থাকি
ও তারারই মাঝে
পাইছো নাকি সেই চিঠিটা
নীল খামেরই ভাজে
আল্লার কাছে ছুটি নিয়ে
যাওনা দেখিয়া
ও মা যাওনা দেখিয়া


তোমার মত কে আমারে
বাসবে এত ভালো
আধাঁর মাঝে জ্বালাও মা
মমতারই আলো
তোমার মত দিল দরদী
পায়না খুজিয়া
ও মা পায়না খুজিয়া