সোনা, সোনারে তুমি কি আমাকে বোঝ?
বলবো বোঝনা, তুমি আমার রাগ বোঝনা।
আমার অভিমান বোঝনা,  ভালো লাগা বোঝনা।
ভালোবাসা বোঝনা।
আমি তোমাকে যতটা ভালোবাসি, ঠিক ততটা যদি তুমি আমাকে ভালো বাসতে! তাহলে কোন কথায় ছিলোনা।
তোমাকে দেখার জন্য,  দুদন্ড কথা বলার জন্য, 
আমি ব্যকুল হয়ে থাকি। 
তা যেনেও কি তুমি না জানার ভান করো।
নাকি আমার মত তোমার মন ও আকুলি বিকুলি হয়। দুদন্ড কথা বলার জন্য বুকে ভেতর আস ভাস করে।
মনে মনে ছুতো খুজতে থাকো,
যাতে আমার সাথে দেখা করা যায়। 
নাকি তোমাকে নিয়ে আমার এ ভাবনা অলিক।


তোমাকে না দেখলে,
তোমার সাথে দুদন্ড কথা না বললে ভিষণ কষ্ট পাই। 
তা কি তুমি জানো?
নাকি জেনেও আমাকে তুমি কষ্ট দাও। 
একদিন দেখা না হলে,
কথা না বললে তোমারও কি আমার মত বুকের মধ্যে মুসড়ে উঠে, ব্যথা করে?


সোনারে,
সত্যি করে বলবে তুমি।
আমাকে তুমি ভালোবাসো।
নাকি যাষ্ট হালে হাওয়া দেওয়া।
তোমার শত ভাবনার মধ্যে কি আমি আছি।
নাকি অন্য কারো বাস।


আর যদি ভাবো আমি তোমাকে বিরক্ত করছি।
তবে সরাসরি বলে দিলেই তো পারো।
আমি আর তোমাকের বিরক্ত করবো না।
তোমার প্রতি অধিকার ফলাবো না।
ভালোবাসার ডালি বার বার তোমার সামনে ধরে,
তোমার মন নেবার বৃথা চেষ্টা করবোনা।
বোকা আমি  অন্য কিছু না জানলে ও এটুকু জানি।
আর যায় হোক একতরফা ভালোবাসা হয়না।