প্রয়োজনে বুক পকেটে
যত্নে রাখো তুলে
কার্য শেষে ডাসবিনে
ছুড়ে ফেলো মুলে।
টিসু পেপার জীবন আমার
এই ভবো মাজারে
ব্যবহারের বস্তু হলাম
এ রং বাজারে।।


গানের ও ঢোল আমি
জলসার মাজারে
যেভাবে পারিস তোরা
আমাকে বাজারে।
বিলিয়ে দেবো সদা
রক্ত লাল বাহারে।।


রঙ্গিনও ফানুশ আমি
আমাকে উড়াড়ে
বুকেতে আগুন দিয়ে
যত খুশি পোড়াড়ে।
সুখেরি কারণ হবো
রাত্রির আঁধারে।।