ভালোবাসা তখনও ছিলো,বলা হয়নি শুধু,
কথা বলার ইচ্ছেটা তারও আগে থেকে,
ভেবেছিলাম এই শহর ভালোবাসার জন্য না,
এখানে অস্তিত্বহীন সম্পর্কের ভীড় বেশি!


বেঁচে থাকার ইচ্ছে তখনও ছিলো, শুধু মৃত্যুর ভয় ছিলো না তখন,
ইচ্ছে তো অনেক ছিলো, এখন যে নাই তা কিন্তু না,
অবশ্য আমি বদলে গেছি,তুমি বদলে গেছো,
শুধু মাঝে বেচারা স্মৃতি অসহায় হয়ে আগের মতোই আছে!


সম্পর্কে জড়ানোর ইচ্ছে আগে ছিলো না, তোমাকে দেখার পর হয়তো চেয়েছিলো একবার,
তবুও কি ভেবে যেন থেমে গেছিলাম,হয়তো বিচ্ছেদের ভয়!
এগুলো ভাবলে এখন বেশ অবাক লাগে আমার,কি ভাবুক ছিলাম তখন,
অথচ আজ,সম্পর্কে জড়ানোর থেকে সহজ কিছু আছে বলে মনে হয়না!


যেদিন ভালোবাসি বললাম,তুমি কি যেন বলেছিলে আমাকে নিয়ে,
মনে করতে পারছি না, সম্পর্কটা কিন্তু সেদিন হয়ে যেতে পারতো,
আমি তখনও জানতাম না সবকিছু, না জেনেই কত কি ভেবেছি,
তবুও কি এক মায়া কাজ করতো,সব অমান্য করার ইচ্ছে করতো!


আপনি কবিতা ভালোবাসেন,তাই কবিতা পরে বুঝতে চাইলেন প্রেক্ষাপট,
সম্পর্কটা না হওয়ার কারন খুজছেন, আসলে জানতো না কি তা ভাবছেন,
আপনি ভাববেন বলেই তো সেভাবে লিখে রাখলাম,
ভাবনাগুলোই মনে থাকে, উপসংহার লিখলে তা আবার পরার ইচ্ছে করে না!