মেঘ বলেছে সাথে যাবো
আকাশ বলে- 'ধুর'!
আকাশ-মেঘের খুনসুটিতে
হেসেছে রোদ্দুর।
খানিক বাদে রোদ দ্যাখে
ওই নভের বুকে মেঘ
প্রণয়ের এই দৃশ্য দেখে
বেড়েছে আবেগ।
আকাশ-মেঘের প্রণয় দেখে
মুখ লুকালো রোদ
এই কাহিনী বুঝলো ঠিকই
মেঘরাণী যে খোঁদ।
মেঘরাণী তাই আকাশ ছেড়ে
নামলো বৃষ্টি হয়ে
অমনি রোদের মুখে হাসি
নিজ আকাশে রয়ে।
মেঘরাণী যেই আকাশ ছেড়ে
নামলো ধরার কাঁধে
আকাশ তখন কেঁদেছিল
ভীষণ বজ্রনাদে।
বুঝলে এবার বৃষ্টি হলে
বজ্রনাদ হয় কেন?
ব'লে গেলাম- বিরহ কান্না
এটাই শুধু জেনো।
ছেড়ে এলেও মেঘ আজও
ওকেই ভালোবাসে
তাইতো জলাশয়ে থেকেও
আকাশ দেখে হাসে।
দূর হতে চোখে চোখ রেখে মেঘ
আশার বাণী ব'লে-
আসবো আবার তোর বুকেতে
প্রেম বেঁধে আঁচলে।
মেঘের ত্যাগেই আকাশে দেখ
দিনভর রোদ জ্বলে,
ভোগে নয়, ত্যাগেই সুখ
তাইতো লোকে বলে।
মেঘ-আকাশের বিচ্ছেদে আজ
রোদের মুখে হাসি
বিষাদ, বিলাস দুটোই প্রেমের
প্রতীক অবিনাশী।