"মায়া কাননে আজও বন্দী"
"কোন এক প্রভাতে  
শেষ হবে এই মহা-সন্ধি!!
"পরিশ্রান্ত তবুও হামাগুড়ি
" খুঁজি রোজই পার্থিব রত্ন
  করিলে শুধুই শূন্য কায়ার যত্ন।।
  সেকালের নেই উত্তর
  ভালবাসো নিজেকে বৃহত্তর;
    জোটবে ললাটে অসীম শান্তিঘর।।
  এ পারের সব খেলা রইবে পরে
    হয়তো দু,একদিন কাঁদবে কেউ অঝরে!
     আবার হবে সব স্বাভাবিক ;
    কে কতদিন করিবে স্মরন মোনাজাতে
   তুমি হারিয়ে যাবে মহা-কালের স্রোতে।।