ধুঁকে ধুঁকে ধরনীর বুকে,
লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে নারী।
বিবেকের ছোবলে থেমে যায় অকালে,
কত মাধবীর জীবন তরী।


ধর্ম দিয়েছে অধিকার তবুও যে চিরকাল
অবহেলিত নারী
বাপের বাড়ি শ্বশুর বাড়ি
ঘানি টেনে চলে তোমার জীবন গাড়ী
ওহে নারী কোথায় তোমার বাড়ী।।


ঘুণে ধরা এই সমাজ
লেভাজধারী সাধক সন্ন্যাসীর বসবাস,
মুখে হাজারো বানী আসলে খাঁটি কে কত খানি,
দিনে দিনে প্রতিক্ষনে হায়না শকুনের দল হচ্ছে ভারি,
ওদের বধে তোমায় রোঁধে কে হবে পাঞ্জেরী।।


কত অবহেলিত দিল নালিশ,
হইল সালিশ
হাকিমের রায় সাজা হয়
বিশ্ব জুড়ে উত্তাল প্রতিবাদ
তবুও থেমে নেই অপরাধ অপবাদ।
দোষ দিব কাকে?


কেউ বলে রাষ্ট্রের,কেউ বা রমনীর পোশাকের,
কেউ বা দুঃশাসন কেউ বা প্রশাসন,
হাজারো মনিষীর হাজারো মতবাদ।।


শিক্ষাঙ্গনে চলছে পাঠদান
নারী কে করো সম্মান।
তবুও কি থেমেছে অপরাধ তো বেড়েছে।।
অবুজ শিশু প্রবীণ নারী
দিন রাত্রি তারাও আজ লাঞ্ছিত যাত্রী।
দোষী বলি কাকে?
থেমে গেছে ওদের বিবেকের ঘড়ি।।


ওহে মাধবী তুমি জানো কি?
কোথায় তুমি নিরাপদ
লুন্ঠিত হবে না যেখানে তোমার শ্রেষ্ঠ সম্পদ।
হে মানব বিবেককে  করো আহ্বান
পশুত্ব চিন্তার ঘটাও অবসান।।