"বুক ফেটে চৌচির কত বন্ধন"
"হাজারো পরিবার করছে নিত্য কত ক্রন্দন"
"শাখাওয়াত মাসুদের মত আর কত
রাস্তায় ঝড়বে প্রান।।


" অনুপযোগীদের বসিয়ে চালকের আসনে"
"আর কত কবরে আর কত পোড়াবে শ্মশানে"
একমাএ ভরসাস্থল হারিয়ে নিরবে কত কাঁদছে,
অযোগ্য চালক দূর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছে,
কেউ বা কাঁদছে কেউ বা মুচকি হাঁসছে।


কর্তৃপক্ষ অবস্থানে শক্ত
সড়কে ঝড়বে না এক ফোঁটাও রক্ত
"হবে নিরাপদ সড়ক
"সার্টিফিকেট প্রদানে তাই
করে কত পরখ"।।


কেউ বলে চালকদের ব্যর্থতা
কেউ বা পথচারীর অসাবধানতা
ঘটছে তাই দূর্ঘটনা
কেউ মানববন্ধনে চরম ধিক্কার জানাই
আমরা নিরাপদ সড়ক চাই
কত উক্তি কত যুক্তি এর শেষ কোথায়?
নিত্য ঘটনা রাত পোহালেই খবরের পাতায়।।