বিনিদ্রায় কেটে যায় কত রজনী
        তোমার কথা ভাবতে থাকি যখনি
মিলবে কি আজ ভোরের দেখা
         সকাল বেলা যদি হয় কথা
না মিললো আশার আলো,
            না দেখিলাম ভোরের আলো
     রাত পোহাতেই মন যে আজ ঘুমিয়ে গেল।
এভাবে কাটে বহু রাত
    চাঁদ - তারা তোরা সাক্ষী থাক।
এত কিছু হবার পরে
         মনের মাঝে খেলা করে,
চির চেনা সেই পথে
     হাঁটবো না আর তোমার সাথে
মিলিয়ে নিয়ো এই আমাকে
           আগে যা ছিলাম আমি
তোমার জন্য আমার আমি
         আজীবন থাকবো এমনি।