যারে আহা খুঁজে  মোর নয়নে
সে আছে কোথা? লুকিয়ে কার মনে?


চাহনিতে তার হাজারো কথা,
অজানা মায়ার জালে আছে বাধা।
   দিবারাত্রি কাব্যের ছলে
      নানান কথা আমায় বলে,
একটু থেকে আধটু খানি
     বুঝি না অতো তবুও মানি,
    কি যেন নেই তবে
  বুঝি না অতো, কি হবে!  


কিছু কথা জমা থাক,
জমা থাকুক এই মনে।
কথার ছলেই মনে পরে যাক,
চেনা জানা মানুষের নয়নে।
আধো আলো, আধো ছায়া
জরাজীর্ণ এই দেহের প্রাণে,
বেচে আছি এই জগতের মায়ায়
অতৃপ্ত আত্মার সম্মোহনে।