ভালোবাসা কেন ভুল শুধু মানুষের সাথে হয়?
সে শুধু অনুভুতিতেই থাকে বাস্তবে কেন নয়?
চাইলেও তো এমন হতে পারতো
    যাকে জীবন দিয়ে ভালবাসলাম
                      যদি সে আমার হতো।


তারে যে যায় না ভোলা
তারে ভেবেই কাটে সারাবেলা,
আচ্ছা এমন কেনো ভালোবাসা?
তার প্রতি কেনো এত ভালোবাসা জন্মালো?
যদি না হতো পরিচয়,
যদি না হতো কখনো দেখা,
বলা না হতো কভু ভালোবাসি।
  তবে হয়তো মন খারাপের রাতে
                 তাকে মনে পড়তো না৷


সে কোন জাগতিক অপ্সরা নয়
নয় কোন মহীয়সী নারী
তবু আটকে আছে মনের মাঝে।
মন আমার নাছোড়বান্দা,
বুঝে সব, তবু মানে না,
মানতে যে নারাজ।


তারে ছেরে চলে  যাবো
ছেড়ে চলে যাবো বহু ক্রোশ দূরে
আপন মস্তিষ্কে শুধু তারই বসবাস
এভাবে কষ্ট চেপে আর বাঁচতে পারছি নারে