দূঃখের রাজা হলাম যদি
সুখ খুঁজে আর কী হবে?
দূঃখ নিয়েই বেঁচে থাকি
সুখ বুঝি নাই এই ভবে।


সুখের আশায় পথ পানে চাই
বুঝিনা তাদের ভাষা,
তিলে তিলে আজও ভেঙ্গে দিয়ে যায়
আমার মনের আশা।


সুখের আশায় দিন গুনি তবু-
দূঃখ আসে ফিরে,
আমায় নিয়ে খেলা করে
দূঃখরা বারেবারে।


কোনসে আলোর মায়ায় পরে
পেলাম কঠিন সাজা,
তাইতো আমার নাই কোনো সুখ
আমি দূঃখের রাজা।